ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জয়ের জন্মদিন ছিল বঙ্গবন্ধুর শেষ পারিবারিক উৎসব 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৫, ৭ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে শেষ পারিবারিক উৎসব ছিল ১৯৭৫-এর ২৭ জুলাই দৌহিত্র সজীব ওয়াজেদ জয়-এর জন্মদিনের অনুষ্ঠানে যোগদান।

বঙ্গবন্ধুর একান্ত সচিব ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন সেদিনের স্মৃতিচারণ করতে গিয়ে এ মন্তব্য করেন। 

তিনি বলেন, ‘পুরো জুলাই মাস জুড়েই বঙ্গবন্ধু পরিবারে ছিল উৎসব। ২৭ জুলাই বড় মেয়ে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনের সাদামাটা অনুষ্ঠানে বঙ্গবন্ধুও উপস্থিত ছিলেন।

খুবই সাদামাটা এই অনুষ্ঠানে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব এদিন সজীব ওয়াজেদ জয়ের সাথে ছবি তোলেন। শিশু জয়ও সেদিন নানার টুপি মাথায় নিয়ে পোজ দেন। এ দিনটিই যে তাদের পরিবারের সবাইকে নিয়ে একসাথে আনন্দ উদযাপনের শেষ দিন তা কি কেউ কল্পনাও করেছিল!’

জয়ের জন্মদিন পালনের দুই দিন পর তথা ৩০ জুলাই শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানা, ছেলে জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে জার্মানির উদ্দেশ্যে পাড়ি জমান। সেদিন শেখ হাসিনার অনেক অনিচ্ছা সত্ত্বেও স্বামী পরমাণুবিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার কর্মস্থলে চলে যেতে বাধ্য হন।

শেখ মুজিবুর রহমান ছাত্রজীবন থেকে একজন সক্রিয় রাজনীতিবিদ দেশের সাধারণ মানুষের মঙ্গল চিন্তাই করেছেন সব সময়। বাবা, মা, স্ত্রী ও পুত্র-কন্যাদের সময় দিয়েছেন খুব কম। 

দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে ১৯৭১-এ স্বাধীন বাংলাদেশ অর্জনের পর পাকিস্তান কারাগার থেকে দেশে ফিরে বঙ্গবন্ধু দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করেন। 

তিনি দেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক ও সাংস্কৃতিক খাতকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেন। সে অনুযায়ী তিনি কাজও এগিয়ে নেন। পরে তিনি পরিবারকে কিছুটা সময় দেওয়া শুরু করেন। 

ফরাসউদ্দিন বলেন, ১৯৭৫ সালের ১৪ জুলাই পারিবারিকভাবে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী দবির উদ্দিন আহমেদের ছোট মেয়ে সুলতানা আহমেদ খুকুর বিয়ে হয়। 

শেখ কামালের বিয়ের ৩ দিন পর ১৭ জুলাই এক অনাড়ম্বর অনুষ্ঠানে ফুফাতো বোন সৈয়দ হোসেন সাহেবের মেয়ে রোজীর সঙ্গে শেখ জামালের বিয়ে হয়।

কিন্তু এক মাসের মধ্যেই সব কিছু কেমন স্তব্ধ হয়ে যায়। কুচক্রীদের নির্মম বুলেট গুঁড়িয়ে দেয় জাতির জনকের সাধের সোনার বাংলা গড়ার স্বপ্ন। চুরমার হয়ে যায় শেখ কামাল ও শেখ জামালের নতুন সংসার। 

এমএইচ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি